সউদী বেসামরিক প্রতিরক্ষা বাহিনী কতৃপক্ষ জানিয়েছে, গতকাল সউদী আরবে মক্কা শরীফ কম্পাউন্ডে একটি ক্রেন ভেঙ্গে পড়লে অন্তত ৮৭ জন নিহত এবং ৪০ বাংলাদেশীসহ ১৮৩জন জন আহত হয়েছে।পবিত্র হজ অনুষ্ঠানের কয়েকদিন আগে এই দুর্ঘটনা ঘটল।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থনীয় সময় বিকেল পৌনে ৬টার দিকে ভবনের চতুর্থতলা থেকে ক্রেনটি ভেঙ্গে নীচতলায় এসে পড়ে।জুমার নামাজের জন্য মসজিদটি তখন মুসল্লিতে পরিপূর্ণ ছিল।দুর্ঘটনার পরপরই মসজিদটি বন্ধ করে দেয়া হয় এবং কয়েক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।ওই এলাকায় নির্মাণ কাজ চলছিল। বিকেল সাড়ে ৫টার দিকে প্রবল বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হয়। রাস্তাগুলো পানির তোড়ে ভেসে যায় এবং পরিস্থিতি খারাপের দিকে মোড় নেয়। এসময় একটি ক্রেন ভেঙ্গে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।