আন্তর্জাতিক

রুশ প্রতিরক্ষামন্ত্রী সাথে আলাপ করলেন অস্টিন

রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোয়গুকে ইউক্রেনে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। শুক্রবারে (১৩ মে) রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোয়গুর সাথে ১৮ ফেব্রুয়ারীর পর প্রথমবার আলাপের কথা অস্টিন এক টুইটে জানান। অস্টিন বলেন “আমি ইউক্রেনে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছি, সেইসাথে আবশ্যকীয় যোগাযোগ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছি।“ দুইদেশের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা ১ ঘন্টাব্যাপী জারি ছিলো। আলোচনায় কোন নির্দিষ্ট ব্যাপার নিয়ে সমাধান পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। রাশিয়া জানিয়েছে, এই আলাপের আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসেছে এবং আর্ন্তজাতিক প্রতিরক্ষা ব্যপার ও ইউক্রেন নিয়ে আলোচনা হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।   ইউক্রেনে আক্রমণ শুরু হবার থেকেই অস্টিন শোয়গুর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। তবে রাশিয়া সাড়া দেয়নি। এলএবাংলাটাইমস/এমডব্লিউ