আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষণের কড়া জবাব দিবে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি সারমান জানিয়েছেন যে যদি উত্তর কোরিয়া বৃহৎপরিসরে কোন পারমাণবিক পরীক্ষণ চালায়,তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া কড়া জবাব দিবে। সিউলে এক সাংবাদিক সম্মোলনে এই কথা বলেন সারমান। তিনি বলেন,’ যেকোনো পারমাণবিক পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের সম্পূর্ণ লঙ্ঘন হবে এবং এই ধরনের পরীক্ষার একটি দ্রুত এবং জোরদার প্রতিক্রিয়া হবে। আমরা প্রস্তুত‘ অনেকেই আশা করছে যে উত্তর কোরিয়া ২০১৭ এর মতো আবার কোন পারমাণবিক পরীক্ষণ চালাবে। এইবছর উত্তর কোরিয়া পূর্বের চেয়ে বেশি মিসাইল নিক্ষেপ করেছে। ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি বলেছে যে উত্তর কোরিয়ার ইয়ংবিয়নে প্রধান পারমাণবিক স্থাপনায় মূল স্থাপনা সম্প্রসারণের পদক্ষেপগুলি অগ্রসর হচ্ছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ