আন্তর্জাতিক

চীনের বেল্ট অ্যান্ড রোডের মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে জি-সেভেন

চীনের বেল্ট অ্যান্ড রোডের মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে জি-সেভেন। উন্নয়নশীল দেশগুলিতে অবকাঠামোর অর্থায়ন এবং আগামী ৫ বছরের মধ্যে ব্যক্তিগত এবং সরকারি তহবিলে ৬০০  বিলিয়ন ডলার সংগ্রহ করার প্রতিশ্রুতি দিয়েছে সংঘটি। রবিবারে (২৬ জুন) জার্মানিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জি-সেভেন এর বাকি নেতারা ‘পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফাস্টাকচার এন্ড ইনভেস্টমেন্ট’ নামক প্রকল্পটির ঘোষণা দেন। বাইডেন বলেন,’ উন্নয়নশীল দেশগুলো অনেকসময় প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় আর্ন্তজার্তিক সমস্যাগুলোর সমাধান সহজে করতে পারে না। যারফলে, তাঁরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়। এটি মানবিক চিন্তার পাশাপাশি অর্থনৈতিক এবং সুরক্ষারও চিন্তা।‘ তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলির প্রকল্পগুলিকে সমর্থন করার জন্য পাঁচ বছরের মধ্যে অনুদান, ফেডারেল তহবিল এবং ব্যক্তিগত বিনিয়োগে ২০০ বিলিয়ন ডলার সংগ্রহ করবে যা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার পাশাপাশি বৈশ্বিক স্বাস্থ্য, লিঙ্গ সমতা এবং ডিজিটাল অবকাঠামো উন্নত করতে সহায়তা করবে। অপরদিকে, ইউরোপের রাষ্ট্রগুলো ৪০০ বিলিয়ন ডলার সংগ্রহ করবে বলে জানা গিয়েছে। বাইডেন বলেন, 'এই অর্থ কোন সাহায্য না। এটি একটি বিনিয়োগ যা দুইপক্ষের জন্য লাভজনক হবে'। এলএবাংলাটাইমস/এমডব্লিউ