আন্তর্জাতিক

তুরস্ক সীমান্তে ১ হাজার সেনা মোতায়েন করবে বুলগেরিয়া


বুলগেরিয়া দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে তুরস্ক
সীমান্তে বৃহস্পতিবার ১ হাজার সৈন্য মোতায়েন শুরু
করেছে। ক্রমবর্ধমান অভিবাসন প্রত্যাশীদের চাপ
ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ জর্জি
কস্তোভ একথা জানান।
উদ্ভুত এই শরনার্থী পরিস্থিতিকে ‘জটিল’ আখ্যা
দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আপনি কখনো
আগে থেকে বলতে পারবেন না শরণার্থীরা
কখন কোন দিক দিয়ে আসবে। আমরা জানি না এই
মানুষগুলো কোন দিক দিয়ে আসবে। যদি
কোনো দেশ সীমান্ত বন্ধ করে দেয় তাহলে
তারা অন্য সীমান্তর কাছে আসে।তাই আমরা
যেকোনো পরিস্থিতিতে এক হাজার সেনা
মোতায়েন করার প্রস্তুতি রেখেছি।
শত শত শরণার্থীরা তুরস্কের উত্তর-পশ্চিমের
শহর এদ্রিনে আটকে আছে। তুরস্কের পুলিশ
তাদের বুলগেরিয়া ও গ্রিসের সীমান্তে যাওয়ার
পথে আটকিয়েছে। বাসস ও এএফপি