ক্যাপিটল হিলের দাঙ্গা তদন্তে মার্কিন প্রতিনিধি পরিষদের গঠিত কমিটির ভাইস চেয়ারম্যান লিজ চেনি বলেছেন, গত বছরের ৬ জানুয়ারির ওই দাঙ্গায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা উচিত। এ নিয়ে তাদের দ্বিধা-দ্বন্দ্বে ভোগা উচিত নয়।
রবিবার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাত্কারে লিজ চেনি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করার মতো অনেক তথ্য-প্রমাণ তাদের হাতে আছে। তিনি বলেন, শিগগিরই প্রতিনিধি পরিষদের কমিটি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করবে।
চেনি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনে বিচার বিভাগের দেরি করার দরকার নেই এবং ফৌজদারি অভিযোগ গঠনের একাধিক প্রমাণ তাদের কাছে আছে। ক্যাপিটল দাঙ্গার সময় এবং পরে ট্রাম্পের কর্মকাণ্ডের সমালোচনা করেন লিজ চেনি। ট্রাম্প তার সমর্থকদের ক্যাপিটল হিলে হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছিলেন বলে উল্লেখ করেন লিজ চেনি। এরই মধ্যে কমিটির শুনানিতে অনেকেই ক্যাপিটর হিল দাঙায় ট্রাম্পের ন্যাক্কারজনক ভূমিকার কথা তুলে ধরেছেন। এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
রবিবার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাত্কারে লিজ চেনি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করার মতো অনেক তথ্য-প্রমাণ তাদের হাতে আছে। তিনি বলেন, শিগগিরই প্রতিনিধি পরিষদের কমিটি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করবে।
চেনি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনে বিচার বিভাগের দেরি করার দরকার নেই এবং ফৌজদারি অভিযোগ গঠনের একাধিক প্রমাণ তাদের কাছে আছে। ক্যাপিটল দাঙ্গার সময় এবং পরে ট্রাম্পের কর্মকাণ্ডের সমালোচনা করেন লিজ চেনি। ট্রাম্প তার সমর্থকদের ক্যাপিটল হিলে হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছিলেন বলে উল্লেখ করেন লিজ চেনি। এরই মধ্যে কমিটির শুনানিতে অনেকেই ক্যাপিটর হিল দাঙায় ট্রাম্পের ন্যাক্কারজনক ভূমিকার কথা তুলে ধরেছেন। এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]