আন্তর্জাতিক

রাহুল গান্ধী আটক

ভারতের বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) দেশটির রাজধানীতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করার সময় তাকে আটক করা হয়েছে। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জিএসটির প্রতিবাদে নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সামনের রাস্তায় কঠোর নিরাপত্তা থাকার পরও সেখানে বসে বিক্ষোভ শুরু করেন রাহুল গান্ধী। তার সঙ্গে কংগ্রেসের আরও অনেক আইনপ্রণেতা ও দলীয় কর্মীরা ছিলেন। প্রায় ৩০ মিনিট অবস্থানের পর তাকে আটক করে একটি গাড়িতে তুলেছে পুলিশ।

এ সময় রাহুল গান্ধী চিৎকার করে বলেন, ‘ভারত একটি পুলিশি রাষ্ট্র। মোদি হলেন রাজা।’ এর আগে রাস্তায় বসে বিক্ষোভ করার সময় তিনি বলেন, ‘আমি গ্রেফতারকে ভয় পাই না। আমি দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্বের প্রতিবাদ এবং সাধারণ মানুষের কণ্ঠ হয়ে কথা বলছি।’

এদিকে, শহরের অন্যপ্রান্তে জাতীয় হেরাল্ড মামলায় ইডি অফিসে রাহুল গান্ধীর মা ও কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে কন্যা প্রিয়াঙ্কা গান্ধীও রয়েছে।   এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]