আন্তর্জাতিক

মিশরে চার্চে আগুন, নিহত ৪১

মিশরের গিজা শহরের এক চার্চের ভেতরে রবিবার (১৪ আগস্ট) আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪১ জন নিহত হয়েছে। দুইটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

সুত্রগুলো জানিয়েছে,  আবু সিফিন চার্চে প্রায় ৫ হাজার উপাসক জড়ো হয়। সে সময় বৈদ্যুতিক আগুনের সূত্রপাত হয়। এতে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কায়রোর কাছে গিজা শহরে এক চার্চে আগুনে 'বেশ কয়েকজন' লোক নিহত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির কপটিক চার্চ বলেছে, আগুনে ৪১ লোকের প্রাণহানি ঘটেছে এবং আরও ৫৫ জন আহত হয়েছে।   এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]