আন্তর্জাতিক

মাসুদের অবস্থান নিয়ে পাক-তালেবান পাল্টাপাল্টি অভিযোগ

পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারের অবস্থান নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছে পাকিস্তান ও তালেবান। মাওলানা মাসুদ আজহার আফগানিস্তানে আছেন পাকিস্তানের এমন দাবির পর তা প্রত্যাখান করেছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেছেন, আফগানিস্তান নয় পাকিস্তানে রয়েছেন তিনি। মাওলানা মাসুদ আজহারের গ্রেপ্তার নিয়ে পাকিস্তান প্রথমে আফগানিস্তানকে চিঠি লিখেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সূত্রের বরাত দিয়ে বল নিউজ বলেছে, মাসুদ আজহার সম্ভবত আফগানিস্তানের নানগারহর এবং কানহার অঞ্চলে আছেন।  এর জবাবেই জাবিউল্লাহ মুজাহিদ বলেন, জইশ-ই-মুহাম্মদের প্রধান আফগানিস্তানে নেই। এটি একটি সংস্থা যা পাকিস্তানে থাকতে পারে। মাসুদ পাকিস্তানে থাকতে পারেন বলে দাবি করেছেন তিনি। এছাড়া তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এমন অভিযোগ কাবুল ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলতে পারে।  এলএবাংলাটাইমস/এজেড