আন্তর্জাতিক

ভারতে গরুর মাংস নিয়ে গুজব ছড়িয়ে মুসলিমকে হত্যা

ভারতের উত্তর প্রদেশের একটি গ্রামে গরুর
মাংস খাওয়ার গুজব তুলে মোহাম্মদ আখলাক
নামে এক জনকে পিটিয়ে হত্যার ঘটনায়
জড়িত আরো দুজনকে গ্রেফতার করেছে
ভারতের পুলিশ। ভারতের সংবাদ মাধ্যমের
খবরে প্রকাশ, গ্রেফতার এই দুজন ঘটনার মূল
হোতা। ঘটনায় জড়িত সন্দেহে মোট নয় জনকে
গ্রেফতার করেছে পুলিশ।
বিশাল রানা ও শিবম কুমার নামের এই
দুজনকে গত পাঁচ দিন থেকে হন্যে হয়ে
খুঁজছিল পুলিশ। সূত্রে খবর, হত্যার
পরিকল্পনার সাথে যুক্তদের মধ্যে বিশাল
অন্যতম। আখলাকের বাড়িতে হামলা উস্কে
দিতে লোকজন নিয়ে বৈঠক করেছিলেন
তিনি।
আখলাক গরুর মাংস খেয়েছেন এমন গুজব
রটিয়ে সোমবার রাতে একদল লোক তাকে
পিটিয়ে হত্যা করে। ঘটনায় তীব্র
প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতের সচেতন
মহল। দেশটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি
প্রতিবাদ হিসেবে গরুর মাংস খাওয়ার
ঘোষণা দিয়ে টুইট করেছেন। সূত্র:
এনডিটিভি