তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়ার
যুদ্ধবিমান। এ সময় তুরস্কের দুটি এফ-১৬
যুদ্ধবিমান রাশিয়ার বিমানগুলোকে ধাওয়া
করে। বিষয়টি নিয়ে দেশদুটির মধ্যে বেশ
উত্তপ্ত বাক্য বিনিময় চলছে বলে জানায়
তুরস্কের সরকারি সূত্রগুলো।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে
বলা হয়েছে, তুরস্কের আকাশসীমায়
রাশিয়ার যুদ্ধবিমানটিকে বাধা দেয়া হলে
সেটি চলে যায়। দুটি এফ-১৬ জঙ্গিবিমান
রাশিয়ার বিমানটিকে ধাওয়া করে তাড়িয়ে
দেয় এবং এর প্রতিবাদে মস্কোর
রাষ্ট্রদূতকেও তলব করা হয়।
এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং
নেটোভূক্ত অন্যান্য দেশের
পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তুরস্কের
পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেছেন বলে
জানা গেছে। রাশিয়া এ ঘটনাকে 'বিমান
চালনার ভুল' বলে অভিহিত করেছে এবং
আঙ্কারাকে বিষয়টি স্পষ্ট করে
জানিয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট
রেসেপ তায়েপ এরদোয়ান সিরিয়ার গৃহযুদ্ধে
রাশিয়ার হস্তক্ষেপকে মারাত্মক ভুল বলে
বর্ণনা করে বলেন, এ সিদ্ধান্ত আন্তর্জাতিক
বিশ্ব থেকে মস্কোকে আরো বিচ্ছিন্ন করে
দেবে। বিডি নিউজ।
যুদ্ধবিমান। এ সময় তুরস্কের দুটি এফ-১৬
যুদ্ধবিমান রাশিয়ার বিমানগুলোকে ধাওয়া
করে। বিষয়টি নিয়ে দেশদুটির মধ্যে বেশ
উত্তপ্ত বাক্য বিনিময় চলছে বলে জানায়
তুরস্কের সরকারি সূত্রগুলো।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে
বলা হয়েছে, তুরস্কের আকাশসীমায়
রাশিয়ার যুদ্ধবিমানটিকে বাধা দেয়া হলে
সেটি চলে যায়। দুটি এফ-১৬ জঙ্গিবিমান
রাশিয়ার বিমানটিকে ধাওয়া করে তাড়িয়ে
দেয় এবং এর প্রতিবাদে মস্কোর
রাষ্ট্রদূতকেও তলব করা হয়।
এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং
নেটোভূক্ত অন্যান্য দেশের
পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তুরস্কের
পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেছেন বলে
জানা গেছে। রাশিয়া এ ঘটনাকে 'বিমান
চালনার ভুল' বলে অভিহিত করেছে এবং
আঙ্কারাকে বিষয়টি স্পষ্ট করে
জানিয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট
রেসেপ তায়েপ এরদোয়ান সিরিয়ার গৃহযুদ্ধে
রাশিয়ার হস্তক্ষেপকে মারাত্মক ভুল বলে
বর্ণনা করে বলেন, এ সিদ্ধান্ত আন্তর্জাতিক
বিশ্ব থেকে মস্কোকে আরো বিচ্ছিন্ন করে
দেবে। বিডি নিউজ।