আন্তর্জাতিক

চীনা জনগণের বিক্ষোভে সমর্থন যুক্তরাষ্ট্রের

চীনে করোনা-বিরোধী ব্যাপক বিক্ষোভের বিষয়ে গতকাল সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, মানুষকে সমবেত হওয়ার, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সুযোগ দেওয়া উচিত। জন কিরবি বলেন, হোয়াইট হাউস শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র আরও বলেন, করোনার টিকার জন্য চীনের কাছ থেকে কোনো অনুরোধ পায়নি যুক্তরাষ্ট্র। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ‘শূন্য করোনা নীতির’ বিরুদ্ধে দেশটির সাধারণ মানুষের মধ্যে ক্রমে বাড়তে থাকা ক্ষোভ বিক্ষোভে রূপ নেয়। গত বৃহস্পতিবার দেশটির জিনজিয়াং প্রদেশের উরুমকি শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়। বাসিন্দাদের ভবনে আটকে পড়া ও উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার জন্য করোনার কঠোর বিধিনিষেধকে দায়ী করা হয়। এই ঘটনার জেরে শুরু হওয়া বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়ে। এলএবাংলাটাইমস/এজেড