রাশিয়াকে ২০২৪ প্যারিস অলিম্পিক থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতির কাছে আবেদন করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর এ নিয়ে মোট ১৮৪ অ্যাথলেটের প্রাণ হারিয়েছে। খবর এনডিটিভির।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখকে জেলেনস্কি জানান, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সামিটে রাশিয়ার অলিম্পিক কমিটির সভাপতির উপস্থিতি দেখে তিনি হতাশ। গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর থেকেই আন্তর্জাতিক খেলা থেকে বিচ্ছিন্ন রয়েছেন রাশিয়ার খেলোয়াড়রা।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস