ভারতের পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে সন্ধ্যার আকাশে হঠাৎ এক আলোকরশ্মি দেখা গেছে। তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অলোকরশ্মিটা কি উল্লা, ধূমকেতু নাকি ইউএফও তা নিয়ে নানা জল্পনা কল্পনাও দেখা যায়। তবে এ নিয়ে আবহাওয়া অফিস স্পষ্ট করে কিছু বলতে না পারলেও বিষয়টি স্পষ্ট করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। ওড়িশা উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি-৫ মিসাইল পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছে। অন্ধকারেও ক্ষেপণাস্ত্রটি সঠিকভাবে শত্রুকে নিশানা করতে পারে কিনা সেটাই পরীক্ষা করে দেখা হয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সফল হয়েছে বলেও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এর আগে অগ্নি-১, অগ্নি-২, অগ্নি-৩ এবং অগ্নি-৪ এর সফল উৎক্ষেপণ সম্ভব হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রর পরীক্ষা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাইনি ডিআরডিও।
সীমান্তে নজরদারি বাড়াতে এবং চীনসহ অন্যান্য দেশগুলোকে সতর্ক করে কঠোর বার্তা দিতে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে বলেও জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস