আন্তর্জাতিক

ইরাকে পুলিশের ওপর হামলা: নিহত বেড়ে ৯, আইএসের দায় স্বীকার

ইরাকের উত্তরাঞ্চলে বোমা ও বন্দুক হামলার ঘটনায় আরও ২ পুলিশ সদস্যদের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে নিহতের সংখ্যা গিয়ে দাঁড়াল নয়ে। এ দিকে এ হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। রোববার রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯৩ কিলোমিটার দূরে তেল সমৃদ্ধ শহর কিরকুকের কাছে এই হামলার ঘটনা ঘটে। বাগদাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর- বিবিসির। ওই এলাকার চালাল আর-মাতার গ্রামের কাছে পুলিশ সদস্যদের বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলাটি শুরু করা হয়। বিস্ফোরণের পর ‘ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে সরাসরি হামলা চালানো হয়’ বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর আগে ১৪ ডিসেম্বর বাগদাদের কাছে রাস্তার পাশে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে তিন ইরাকি সেনা নিহত হয়েছিল, আইএস ইতোমধ্যে ওই হামলার দায়ও স্বীকার করেছে। আইএস একসময় ইরাকের পূর্বাঞ্চল থেকে শুরু করে প্রতিবেশী সিরিয়ার পশ্চিমাঞ্চল পর্যন্ত ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়ে সেখানে তাদের শাসন কায়েম করেছিল। কিন্তু ২০১৭ সালে সিরিয়ার সীমান্ত অঞ্চলের শক্তিকেন্দ্রগুলো থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দেওয়ার পর তাদের বিরুদ্ধে জয় ঘোষণা করে ইরাকি বাহিনীগুলো। ২০১৯ সালে আইএসের দখলে থাকা শেষ অঞ্চলটি থেকেও তাদের হটিয়ে দেওয়া হয়। কিন্তু জঙ্গি সংগঠনটি একটি ‘অবিরাম হুমকি’ হিসেবে রয়ে গেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস