আন্তর্জাতিক

চীন সীমান্তে ভারতের বাড়তি সেনা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, চীনের সঙ্গে বিরোধপূর্ণ একটি সীমান্ত এলাকায় তাঁর দেশ বিপুলসংখ্যক সেনা মোতায়েন করেছে। তিনি বলেন, সীমান্তরেখাকে 'একতরফাভাবে বদলানোর' সুযোগ তাঁরা চীনকে দেবেন না। বিরোধপূর্ণ অরুণাচল সীমান্তে চীন ও ভারতীয় বাহিনীর সংঘর্ষের কয়েক দিন পরই তিনি এ মন্তব্য করলেন। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে আয়োজিত অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর এসব কথা বলেন। খবর বিবিসির। সীমান্তে উত্তেজনার জন্য চীনকে দায়ী করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চীনের সেনাদের 'সীমালঙ্ঘনের' কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের জানামতে সীমান্ত পরিস্থিতি 'স্থিতিশীল' রয়েছে। বিরোধ নিয়ে দু'পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। ভারত ও চীনের মধ্যে ৩ হাজার ৪৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এ সীমান্তরেখাকে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) বা প্রকৃত নিয়ন্ত্রণরেখাও বলা হয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস