আন্তর্জাতিক

সম্পর্ক জোরদারে যৌথ মহড়ায় চীন ও রাশিয়া

পূর্ব চীন সাগরে আজ বুধবার শুরু হচ্ছে চীন ও রাশিয়ার মধ্যে যৌথ নৌ মহড়া। চীনের বিশ্বাস, সপ্তাহব্যাপী এ মহড়া মস্কো ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক 'আরও গভীর' করবে। গত সোমবার চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। খবর আলজাজিরার। চীনের সাংহাই প্রদেশের ঝেজিয়াং উপকূলে সাগরে এ মহড়া আজ শুরু হয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথভাবে সাগরে নিরাপত্তা হুমকি মোকাবিলা করতে দুই দেশের সামর্থ্যকে তুলে ধরবে এ মহড়া। এতে চীন-রাশিয়ার কৌশলগত সম্পর্ক আরও বেশি জোরদার হবে। এ নিয়ে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় তাদের ভারিয়াগ মিসাইল ক্রুজার, মার্শাল শাপোশনিকভ ডেসট্রয়ার এবং আরও দুটি জাহাজ অংশ নেবে। তারা জানায়, চীনের পক্ষ থেকে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ অংশ নেবে। থাকবে একটি সাবমেরিনও। এ ছাড়া দুই দেশের সামরিক বিমানও মহড়ায় অংশ নেবে। তবে সামরিক বাহিনীর কোন কোন ইউনিট মহড়ায় অংশ নেবে, চীন তা জানায়নি। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন। নানা ইস্যুতে দুটি দেশকে একে অপরের পাশে থাকতে দেখা যায়। ইউক্রেন আগ্রাসনের পর বিশ্বের অনেক দেশ রাশিয়ার সমালোচনা করলেও বিরত থেকেছে চীন। তবে তারা এ আগ্রাসনকে সমর্থনও করেনি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস