২০২৩ সালে ইউক্রেনকে ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নেদারল্যান্ডস। এই সহায়তার বেশিরভাগই বরাদ্দ দেওয়া হয়েছে সামরিক খাতে। শুক্রবার নেদারল্যান্ডসের হেগ শহরে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মার্ক রুট বলেন, প্রায় দুই বিলিয়নের মতো ব্যয় হবে সামরিক সহায়তার পেছনে। বাকি তাহবিল মানবিক সহায়তা, অবকাঠামো পুনর্নির্মাণের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতের মতো পদক্ষেপগুলোর পেছনে ব্যয় করা হবে।
এদিকে ‘যে কোনোভাবেই হোক আলোচনার মধ্য দিয়ে সব সংঘাতের অবসান ঘটানোর’ কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কিয়েভে আমাদের প্রতিপক্ষরা যত দ্রুত এটা বুঝতে পারবে, ততই মঙ্গল।’ রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো। আমরা চেষ্টা করছি।’
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস