আন্তর্জাতিক

পুতিনকে বাস্তবতা স্বীকারের আহ্বান যুক্তরাষ্ট্রের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাস্তবতা স্বীকার করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র এই আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। তবে গত ২২ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে স্বীকার করেন পুতিন। এরপরই রুশ প্রেসিডেন্টকে বাস্তবতা স্বীকারের পাশাপাশি ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। ২২ ডিসেম্বরের সংবাদ সম্মেলনে ‘যে কোনোভাবেই হোক আলোচনার মধ্য দিয়ে সব সংঘাতের অবসানের’ কথা বলেন পুতিন। তিনি বলেন, ‘কিয়েভে আমাদের প্রতিপক্ষরা যত দ্রুত এটা বুঝতে পারবে, ততই মঙ্গল।’ মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, ‘২৪ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র এবং বাকি দুনিয়া জানতো যে পুতিনের ‘বিশেষ সামরিক অভিযান’ ছিল ইউক্রেনের বিরুদ্ধে একটি অন্যায় যুদ্ধ। অবশেষে ৩০০ দিন পর পুতিন এটিকে যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘বাস্তবতা স্বীকারের পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা তাকে ইউক্রেন থেকে তার বাহিনী প্রত্যাহার করে এই যুদ্ধ থামানোর আহ্বান জানাই।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস