ভারতের উত্তর সিকিমে শুরু হয়েছে ভারী তুষারপাত। বুধবার বিকেল থেকেই অঞ্চলটির বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় এ তুষারপাত।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তরবঙ্গে আজ রাত থেকেই উত্তরের হাওয়া বইতে শুরু করবে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরের হাওয়া বাড়বে। তবে শনিবার থেকে এ হাওয়ার প্রভাব কিছুটা কমতে পারে। এই সময়ে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংসহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের বাকি অংশে বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, বৃহস্পতি ও শুক্রবারে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে। শনিবার পর্যন্ত তাপমাত্রা আরও নিচে নামতে পারে। তবে শনিবার থেকে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। বর্ষ বরণের দিন শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। নতুন বছরের শুরুতে কলকাতার তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রীর মধ্যে থাকবে বলে জানান এ আবহাওয়াবিদ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস