আন্তর্জাতিক

জেলেনস্কির ‘পিস ফর্মুলা’ প্রত্যাখ্যান করেছে রাশিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ‘শান্তি তত্ত্ব’ (পিস ফর্মুলা) প্রত্যাখ্যান করেছে রাশিয়া। এ কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি এসব কথা বলেন। খবর আল জাজিরার। ল্যাভরভের মতে, প্রকৃত শান্তি আলোচনার জন্য ইউক্রেন এখনো প্রস্তুত নয়। তিনি বলেন, ইউক্রেন চায় পশ্চিমাদের সহায়তায় রাশিয়াকে পূর্ব ইউক্রেন ও ক্রিমিয়া থেকে বিতাড়িত করতে। তবে এটা কেবল ভীমরতি। ইউক্রেন যুদ্ধ এগারো মাসে গড়ালেও মস্কো ও কিয়েভ এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। শুরুর দিকে কয়েক দফা বেলারুশ ও তুরস্কে শান্তি আলোচনায় বসলেও সেসব থেকে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি দুই দেশের নেতারা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস