আন্তর্জাতিক

আদালতে পাকিস্তানের শীর্ষস্থানীয় আইনজীবীকে হত্যা

পাকিস্তান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবী লতিফ আফ্রিদিকে পেশোয়ার হাইকোর্টের বার রুমে গুলি করে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁকে নেওয়া হয় পেশোয়ার লেডি রিডিং হাসপাতালে। চিকিৎসা দেওয়ার সময় তিনি মারা যান বলে জানান সেখানকার মুখপাত্র মুহাম্মদ অসিম। লতিফকে লক্ষ্য করে ছয়টি গুলি করা হয়েছে বলে জানান তিনি। খবর ডনের। সোমবার ঘটনার সময় পেশোয়ার হাইকোর্টের বার রুমে অন্য আইনজীবীদের নিয়ে বসেছিলেন লতিফ। এ সময় একজন অস্ত্রধারী সেখানে প্রবেশ করে তাঁর দিকে গুলি শুরু করেন। ডনকে এ তথ্য দিয়েছেন এসপি কাশিফ আব্বাসী। হামলাকারী আফ্রিদির সহকর্মী বলে তিনি দাবি করেন। পুলিশ এ বিষয়ে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং তাঁর পরিচয় নিশ্চিত করেছে। তাঁর নাম আদনান আফ্রিদি। তাঁর কাছ থেকে একটি ছোট অস্ত্র, পরিচয়পত্র ও একটি স্টুডেন্ট কার্ড উদ্ধার করা হয়েছে। পুলিশ সন্দেহ করছে ব্যক্তিগত শত্রুতা থেকে এ হামলা করে থাকতে পারেন আদনান।




এলএবাংলাটাইমস/আইটিএলএস