আন্তর্জাতিক

কলকাতায় প্রকাশ্যে গরুর মাংস খেয়ে প্রতিবাদ করলো কিছু হিন্দু মানুষ

পুরো ভারত যখন গোমাংস ইস্যুতে উত্তাল, তখনই
এ অবস্থার প্রতিবাদে রাস্তায় নামলেন কলকাতা
নগরীর বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ। এ সময়
তাদের হাতে ছিল ‘নিজের রুচিতে খাবার,’ ‘ধর্ম যার
যার, দেশ সবার’ প্রভৃতি লেখা ব্যানার।
আজ শুক্রবার ভারতের বিভিন্ন অঞ্চলে গরুর
মাংসের ওপর বিধিনিষেধের প্রতিবাদে কলকাতার
পথে নামেন বহু মানুষ। তাঁরা গোমাংস খেয়ে ও
একে-অপরকে খাইয়ে প্রতিবাদ করলেন এ
অবস্থার। এতে উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন
ভট্টাচার্য, সুবোধ সরকার প্রমুখ।
গোমাংস সম্প্রতি বারবার উত্তপ্ত হয়ে উঠেছে
রাজনীতি। দাদরিতে গোমাংস খাওয়ার অভিযোগ
তুলে হত্যা করা হয়েছে এই ব্যক্তিকে। এরপর
থেকেই ক্রমশ প্রসারিত হচ্ছে এই ইস্যু।
সম্প্রতি খবর পাওয়া যাচ্ছে, ভারতের কোথাও
গোমাংস খাওয়ার খবর পেলে লাঠি নিয়ে হাজির
হচ্ছে পুলিশ। কোথাও আবার ম্যাগাজিনে
গোমাংসের উল্লেখ করায় চাকরি যাচ্ছে খোদ
এডিটরের।
এমনকি হরিয়ানার মুখ্যমন্ত্রী স্পষ্টই বলে
দিয়েছেন, ভারতে থাকতে গেলে গোমাংস
খাওয়া বন্ধ করতে হবে মুসলিমদের। এই
অসহিষ্ণুতার প্রতিবাদে জাতীয় পুরস্কারও ফেরত
দিয়েছেন বহু পরিচালক-সাহিত্যিক।
যদিও পশ্চিমবঙ্গ রাজ্যে এই ঘটনার তেমন
কোনো প্রভাব নেই। এমনকি সম্প্রতি
কেরলের ক্যান্টিনে ‘গোমাংস’র সন্ধানে পুলিশ
তল্লাশির ঘটনায় কেরলের পাশেই দাঁড়ান
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।