ইরানে ১৭ বছর বয়সি স্ত্রীর শিরচ্ছেদ করা ব্যক্তিকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। খবর: বিবিসি’র।আদালতের মুখপাত্র মাসুদ সেতায়েশি বলেন, হত্যার জন্য স্বামী সাজ্জাদ হায়দারিকে সাড়ে সাত বছর এবং নির্যাতনের জন্য আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মোনার পরিবার প্রতিশোধ না চেয়ে ‘ক্ষমা’ করে দেওয়ায় এ সাজা হয়েছে।
এছাড়া হত্যায় সহযোগিতার জন্য এ মামলায় সাজ্জাদ হায়দারির ভায়ের ৪৫ মাসের কারাদণ্ড হয়েছে। ইরানের আহভাজ প্রদেশে গত বছর স্বামী সাজ্জাদ হায়দারি তার স্ত্রী মোনার মাথা কেটে সেটি হাতে নিয়ে রাস্তায় বের হন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।
১২ বছর বয়সে মোনার বিয়ে হয় এবং ১৪ বছরে ছেলে সন্তানের মা হয় সে। স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে তুরস্কে পালিয়ে গিয়েছিল মোনা। কিন্তু তুরস্ক থেকে ফিরে আসলে স্বামী তার শিরচ্ছেদ করে। এর আগে ২০২০ সালে ইরানে অপর এক ঘটনায় ১৪ বছর বয়সি মেয়ে রোমিনা আশরাফির শিরচ্ছেদ করেন এক বাবা। বাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগে মেয়ের শিরচ্ছেদ করেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস