আন্তর্জাতিক

ভারতে গরুর গোশত খেলেই শিরোশ্ছেদ!

বিফ বিতর্কে এবার আইসিস-এর পথ অনুসরণ
করতে চলেছে বিজেপি। গোমাংস খেলে
কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার
মাথা কাটবেন বলে হুমকি দিলেন বিজেপি
নেতা এস এন চান্নাবাসাপ্পা।
গত সপ্তাহে বিফ বিতর্কে নয়া মাত্রা যোগ
করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী
সিদ্দারামাইয়া। রাজ্য যুব কংগ্রেসের
সাধারণ সভায় তিনি সাফ জানিয়ে দেন,
বিফ খাওয়া থেকে কেউ তাঁকে রুখতে
পারবে না। গোমাংস খাওয়া ও বিক্রির
উপর সরকারি ফতোয়ার সমালোচনা করে
তিনি জানান, 'এখনও পর্যন্ত আমি গোমাংস
খেয়ে দেখিনি। যদি তার স্বাদ ভালো
লাগে, তা হলে ওই মাংস আমি আবার খাব।
কেউ আমাকে আটকাতে পারবে না।'
মুখ্যমন্ত্রীর কথা দারুণ চটেছেন শিবামোগা
পুরসভার প্রাক্তন সভাপতি তথা স্থানীয়
বিজেপি নেতা চান্নাবাসাপ্পা।
সিদ্দারামাইয়া একনায়কের মতো আচরণ
করছেন বলে তিনি অভিযোগ তুলেছেন।
ডেকান ক্রনিক্ল পত্রিকায় দেওয়া
সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন,
'শিবামোগার গোপি সার্কেলে উনি বিফ
খাওয়ার চেষ্টা করে দেখুন। এমন কাজ করলে
ওঁর মুণ্ডচ্ছেদ করা হবে।' একই সঙ্গে
চান্নাবাসাপ্পার অভিযোগ, 'এমন মন্তব্য
করে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন
মুখ্যমন্ত্রী। আমরা সকলেই গরুর দুধ পান করে
বড় হয়েছি।'
উল্লেখ্য, বিফ নিয়ে বিতর্কিত মন্তব্য করার
পর গত সোমবার মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে
ছুরি-সহ আটক করা হয়েছে মাইসুরুর বাসিন্দা
লিঙ্গারাজুকে। বছর চুয়ান্নর ওই ব্যক্তি
মুখ্যমন্ত্রীকে আবেদনপত্র জমা দেবেন বলে
প্রবেশ করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার তদন্ত চলেছে।
প্রসঙ্গত, মঙ্গলবার গোমাংস বিতর্কে ফের
সরগরম হল দিল্লি। রাজধানীর এক পাঁচতারা
হোটেলে বিফ পরিবেশন করা হচ্ছে, এই
অভিযোগে ওই হোটেলের সামনে বিক্ষোভ
প্রদর্শনে নেমেছে বিজেপি। ইন্ডিয়া
টাইমস