আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী গ্রেফতার

পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার ভোর রাতে লাহোরে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয় বলে জিয়ো নিউজের খবরে বলা হয়েছে। ইসলামাবাদ পুলিশও ফাওয়াদ চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) সচিব ওমর হামিদ খানের অভিযোগে গতরাতে ইসলামাবাদের কোহসার থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ইসিপি ও এর সদস্যদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের করা হয়। বুধবার এ মামলায় ফাওয়াদ চৌধুরীকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্ট। ইমরান খানের দলের একাধিক নেতা ফাওয়াদ চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন। ফাওয়াদ চৌধুরী ২০১৮ সাল থেকে গত বছরের এপ্রিল পর্যন্ত দুই দফায় পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারবিষয়ক মন্ত্রী ছিলেন। পরে কয়েক দিন দেশটির আইনমন্ত্রীর দায়িত্বও সামলান তিনি। এর আগে তিনি পিটিআইয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন।





এলএবাংলাটাইমস/আইটিএলএস