আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে ৯৫ অভিবাসীকে উদ্ধার, নিখোঁজ ৪

ওশান ভাইকিং নামের একটি জাহাজ বুধবার লিবিয়ার উপকূল থেকে ৯৫ অভিবাসীকে উদ্ধার করেছে। তবে সেখানে এখনও চারজন নিখোঁজ রয়েছে। মানবিক জাহাজ পরিচালনাকারী ফরাসি এনজিও এ কথা জানিয়েছে। খবর এএফপির উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজন বলেছে, উদ্ধারকর্মীরা অতিরিক্ত যাত্রী বোঝাই নৌযানের কাছে পৌঁছানোর আগেই চারজন সাগরে পড়ে গেছে বলে ধারণা করা হচেছ। জার্মান মানবিক এনজিওর ‘সী ওয়াচ’র একটি টহল বিমান নৌযানটিকে শনাক্ত করে বিপদ সংকেত বার্তা পাঠায়। ওশান ভাইকিং পরিচালনাকারি ‘এস ও এস’ ভূমধ্যসাগরে নিখোঁজদের সন্ধানে ঘণ্টার পর ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায় এবং তারা তা খুঁজে বের করতে ব্যর্থ হয়। এনজিওটি বলেছে, ‘ওই এলাকায় থাকা দু’টি লিবীয় টহল নৌকা উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধে সাড়া না দিয়ে চলে যাওয়ায় তারা দুঃখ প্রকাশ করেছে। অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার মতে, মধ্য ভূমধ্যসাগরীয় রুট হচ্ছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন পথ। এই রুটে ২০২২ সালে আনুমানিক ১ হাজর ৩শ’ ৭৭ জন অভিবাসী নিখোঁজ হয়েছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস