আন্তর্জাতিক

৩১ লাখ ডলারে বিক্রি অ্যান্থনি ভ্যান ডাইকের ছবি

সতেরো শতকের গুরুত্বপূর্ণ চিত্রশিল্পীদের একজন অ্যান্থনি ভ্যান ডাইক। বিংশ শতাব্দীর শেষদিকে নিউইয়র্কের পরিত্যক্ত খামার থেকে তাঁর একটি চিত্রকর্ম উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার এটি নিলামে ৩১ লাখ ডলারে বিক্রি হয়েছে। খবর সিএনএনের। চিত্রকর্মটির নাম 'সেন্ট জেরোমি'। এতে দেখা যায়, এক নগ্ন বৃদ্ধ টুলে বসে আছেন। এটি বর্তমানে নেদারল্যান্ডসের রটারডামের মিউজিয়াম বোইজম্যানস ভ্যান বিউনিংজেনে রয়েছে। শিল্প সংগ্রহকারী প্রতিষ্ঠান সোথেবাইস জানায়, জীবন্ত ব্যক্তিদের দেখে তৈরি ভ্যান ডাইকের মাত্র দুটি চিত্রকর্মের মধ্যে 'সেন্ট জেরোমি' একটি। ১৬১৫ থেকে ১৬১৮ সালের মধ্যে ছবিটি আঁকা হতে পারে। বেলজিয়ামে জন্ম নেওয়া ভ্যান ডাইক তখন তরুণ। বিশ শতকের শেষদিকে খামার থেকে চিত্রকর্মটি উদ্ধার করা হয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস