আন্তর্জাতিক

ইউক্রেনে অস্ত্র সরবরাহ শান্তি বয়ে আনবে না: চীন

চীন বলছে, ‘নিষ্ঠুর বাস্তবতা হলো ইউক্রেনে অস্ত্র সরবরাহ শান্তি বয়ে আনবে না।’ বৃহস্পতিবার ইউক্রেনে যুদ্ধের এক বছর পূর্তির প্রাক্কালে চীন এই মন্তব্য করেছে। জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-রাষ্ট্রদূত দাই বিং জাতিসংঘের সাধারণ পরিষদে এই মন্তব্য করেন। রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে বেইজিংকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সতর্ক করার কয়েকদিন পর চীন এমন মন্তব্য করল। খবর আল-জাজিরার। জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে এবং ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। সাধারণ পরিষদের ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ৩২টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে এবং রাশিয়াসহ আরও সাতটি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। এই প্রস্তাব পাশের মাত্র কয়েক ঘণ্টা আগে বেইজিংয়ের পক্ষ থেকে এই মন্তব্য এল। জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-রাষ্ট্রদূত দাই বিং জাতিসংঘের সাধারণ পরিষদে বলেছেন, ‘আগুনে ঘি ঢালা কেবল উত্তেজনাকেই বাড়িয়ে তুলবে। দ্বন্দ্বকে দীর্ঘায়িত করা এবং সম্প্রসারিত করা হলে তা কেবল সাধারণ মানুষকে আরও বেশি মূল্য দিতে বাধ্য করবে।’




এলএবাংলাটাইমস/আইটিএলএস