দক্ষিণ ইতালির অদূরে সাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ১০০ যাত্রী নিয়ে তীরে ভেড়ার আগে পাথরে ধাক্কা লেগে নৌকাটি ভেঙে যায় বলে জানা গেছে। খবর- বিবিসি।
দুর্ঘটনার পরে ৩০ জনের মৃতদেহ সৈকত থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে ইতালির জাতীয় ফায়ারফাইটার বিভাগ টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে। নৌকাটি কোথা থেকে যাত্রা করেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ইতালিয়ান বার্তা সংস্থা অ্যাডনক্রোনোস জানিয়েছে, যাত্রীদের মধ্যে ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক ছিল।
বার্তা সংস্থাটি আরও জানায়, দুর্ঘটনার সময় আবহাওয়া বৈরী ছিল, সাগর ছিল উত্তাল। পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। উল্লেখ্য, দারিদ্র্য ও সংঘর্ষ থেকে বাঁচতে বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর আফ্রিকা থেকে পালিয়ে ইতালিতে পাড়ি জমায়। ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে সমুদ্র পাড়ি দিতে গিয়ে ২০ হাজার ৩৩৩ জন মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস