আন্তর্জাতিক

দুটি গ্রামে ১৭ জনকে হত্যার অভিযোগ মিয়ানমার সেনাদের বিরুদ্ধে

মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরা সাগাইং অঞ্চলের একাধিক গ্রামে তাণ্ডব চালিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তারা দাবি করেছেন, সেনারা দুটি গ্রামে অন্তত ১৭ জনকে হত্যা করেছে, গ্রামের নারীদের ধর্ষণ করেছে। দুই বছর আগে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর বিরোধীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। সমালোচকরা বলছেন, জান্তার যুদ্ধাপরাধের সবশেষ নমুনা হলো গ্রামগুলোতে তাণ্ডব। মিয়ানমারের মধ্যাঞ্চলীয় সাগাইং অঞ্চলের নিয়াউং ইন ও তার তাইং গ্রামে গত সপ্তাহে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে সরকারবিরোধী প্রতিরোধ বাহিনীর সদস্যরা এবং স্ত্রী হারানো এক বাসিন্দা। তারা বলছেন, নিহতদের সেনাবাহিনীর সদস্যরা আটক করে। কয়েকজনকে হত্যার আগে নির্যাতন করা হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী।এরপর থেকেই দেশটিতে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়েছে। গণতন্ত্রপন্থীদের কঠোর হাতে দমন করছে সেনাবাহিনী। জাতিসংঘের কয়েকজন বিশেষজ্ঞ এই সহিংসতাকে গৃহযুদ্ধের কাছাকাছি পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন। এলএবাংলাটাইমস/এজেড