আন্তর্জাতিক

দেহ ব্যবসায় ধ্বস নামাচ্ছে সেক্স ডল

অবিকল জীবন্ত তরুণী মেয়ের মত মতোই। নরম তুলতুলে
ও আরামদায়ক অঙ্গ-প্রত্যঙ্গ। যৌনতার চাহিদা সে মিটিয়ে
দিতে পারে। তবুও সে সত্যি কোনো
নারী নয়। চায়নার বাজারে বিক্রি হচ্ছে এ
রকমই সেক্স ডল। উপাদান হিসেবে এই
পুতুলে আছে থার্মোপ্লাস্টিক ইলাস্টোমার
নামে একধরনের রবারগোত্রীয় পদার্থ। যা
পদার্থ হিসেবে সিলিকনের থেকেও
নরম। চীনের পুরুষদের কাছে এই
সেক্স ডলের চাহিদা এখন তুঙ্গে। নাহ
শরীরী চাহিদা পূরণে তা যে নারীর
থেকেও বেশি সক্ষম তা নয়। এমনকী
দামেও খুব সস্তা নয়। তবে এই পুতুল এমন
কিছু সুবিধা তুলে দিচ্ছে যা সমাজিক কাঠামোর
পরিপন্থী নয়।
নামপ্রকাশে অনিচ্ছুক অনেক পুরুষই
জানাচ্ছেন, এই পুতুল তাঁদের ইচ্ছে পূরণ
করছে তো বটেই। কিন্তু তাতে কোনো
অপরাধবোধ থাকছে না। বিবাহিত পুরুষরাও
জানাচ্ছেন তাঁরা তাঁদের স্ত্রীকে
ঠকাচ্ছেন এমনটাও নয়। অথচ অন্যকোনো
উপায়ে এই চাহিদা মেটাতে গেলে হয়তো
সেই গ্লানির মধ্যে পড়তে হতো। দেহ
ব্যববসার রমরমাও অনেকাংশেই কমিয়ে
দিচ্ছে এই সেক্স ডল। এ ছাড়া বেশ কিছু
দেশে একটি সন্তান গ্রহণের ক্ষেত্রে
সরকারি নির্দেশিকা আছে। সে ক্ষেত্রে
শাস্তি এড়াতে লাফিয়ে লাফিয়ে বাড়তে
থাকে ভ্রূণহত্যার ঘটনা। এই যৌনতা মেটানোর
বিকল্প ব্যবস্থা কমিয়ে দিচ্ছে সে ঘটনাও।