আন্তর্জাতিক

মঙ্গলবার ন্যাটোর সদস্য হচ্ছে ফিনল্যান্ড

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর ৩১তম সদস্য হতে যাচ্ছে ফিনল্যান্ড। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ রবিবার ঘোষণা দিয়েছেন, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জোটের সদস্য হতে যাচ্ছে ফিনল্যান্ড। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ন্যাটো জোটে যোগদানের আবেদন করে ফিনল্যান্ড। রাশিয়ার সঙ্গে দেশটির দীর্ঘ সীমান্ত রয়েছে। ইউক্রেন যুদ্ধের আগ পর্যন্ত ফিনল্যান্ড মোটাদাগে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল। তুরস্কের আপত্তির কারণে ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান বিলম্বিত হয়। দেশটি সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করে আঙ্কারা। গত বছর মে মাসে ন্যাটোতে যোগদানের আবেদন করে ফিনল্যান্ড। জোটে নতুন দেশকে সদস্য করার ক্ষেত্রে ন্যাটোর সব সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন হয়। ব্রাসেলসে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেন, ন্যাটো সদর দফতরে প্রথমবারের মতো আমরা ফিনিশ পতাকা উড়বে। ফিনল্যান্ডের নিরাপত্তা, নরডিক অঞ্চলের নিরাপত্তা এবং সামগ্রিক হিসেবে ন্যাটোর নিরাপত্তার জন্য এটি একটি ভালো দিন। এলএবাংলাটাইমস/এজেড