ফিলিস্তিনের গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে দেশটির সামরিক বাহিনী ‘দ্যা স্ট্রং হ্যান্ড’ নামে এ অভিযান শুরু করে। এ ঘটনায় গাজাজুড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজার অন্তত পাঁচটি স্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানগুলোর মধ্যে রয়েছে উত্তর গাজার বেইত হেনোন কৃষি জমি, গাজা শহরের দক্ষিণে দুটি এলাকা, গাজা শহরের কাছে আল-জাইতুন এলাকার পূর্বদিকের কৃষিজমি ও দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বদিকের একটি এলাকা।
সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের রকেট হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এরপরই ইসরায়েলি বাহিনী গাজায় এই বিমান হামলা শুরু করে বলে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে, ইসরায়েলি আগ্রাসনের কয়েক মিনিট পর গাজা থেকে অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল ও রকেট নিক্ষেপ করা হয়। ফলে গাজা কাছাকাছি বেশ কয়েকটি ইসরায়েলি শহরে সাইরেন বেজে ওঠে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এ তথ্য নিশ্চিত করে সামাজি যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস