ভারতে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। গত ২৪ ঘটনায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার এক দশমিক ১৯ শতাংশ। বৃহস্পতিবারের পরিসংখ্যানে জানা যায়, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। শুক্রবার মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১০৯ জনে দাঁড়িয়েছে। টানা পাঁচদিন ধরে দেশটিতে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী।
দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সুস্থতার হার ৯৮ দশমিক ৭১ শতাংশ। সুস্থতার হার স্বস্তিতে রাখলেও ঊর্ধ্বমুখী রেখচিত্র চিন্তায় রাখছে ভারতকে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ভারতে মোট ৯২ দশমিক ৩৪ কোটি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৯৫৮টি। দৈনিক সংক্রমণের হার ৪ দশমিক ৪২ শতাংশ।
বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা মোট আক্রান্তের শূন্য দশমিক ১ শতাংশ। বুধবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৭ হাজার ৮৩০ জন। তবে বৃহস্পতিবার এক ধাক্কায় তা বেড়ে ১০ হাজারের উপরে চলে যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় অবশ্য আগেই জানিয়েছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই। দেশজুড়ে আগামী ৮ থেকে ১০ দিনে ধাপে ধাপে সংক্রমণ বাড়লেও আবার কমতে শুরু করবে।
স্বাস্থ্য কর্মকর্তাদেরও দাবি, আগামী মাসের শুরু থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠতে শুরু করবে। করোনা আর অতিমারির পর্যায়ে নেই বলেও দাবি করেছেন অনেক চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তা। তবে চিকিৎসকদের একটা বড় অংশ মাস্ক পরা, হাত ধোয়া এবং করোনার পরীক্ষা করানোর মতো বিধির দিকে নজর দিতে বলেছেন। চিকিৎসকদের মতে, কোনোভাবেই অসাবধান হওয়া যাবে না।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস