আন্তর্জাতিক

আমেরিকা বনাম ইসলাম ধর্মের যুদ্ধ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত
সপ্তাহের হামলাকে সন্ত্রাসবাদ বলে অভিহিত
করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক
ওবামা। তিনি বলেন, ওই হামলাকারীরা যে জঙ্গি
সংগঠনের সমর্থক, সেই আইএস’কে ধ্বংস
করে দেয়া হবে। তবে এ সন্ত্রাসী
গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইকে আমেরিকা
বনাম ইসলাম ধর্মের যুদ্ধ হিসেবে দেখা
উচিৎ নয় বলে মন্তব্য করেন তিনি। এ খবর
দিয়েছে বিবিসি।
বারাক ওবামা কট্টরপন্থার বিরুদ্ধে লড়াইয়ে
আমেরিকার মুসলমানদেরও অংশ নেওয়ার
আহ্বান জানান। তিনি বলেন, আইএস ইসলামের
প্রতিনিধিত্ব করে না। আমেরিকার লাখো
মুসলমান সহ সারাবিশ্বের শত কোটি
মুসলমানদের মধ্যে খুবই ক্ষুদ্র একটি অংশ
এটি। প্রসঙ্গত, গত বুধবার ক্যালিফোর্নিয়ায়
সরকারি কর্মকর্তাদের এক ক্রিসমাস পার্টিতে
তাদেরই এক মুসলিম সহকর্মী ও তার স্ত্রী
হামলা চালায়। এতে ১৪ জন নিহত হন। ওই হামলার
প্রতিক্রিয়ায় ওভাল অফিসে বসে বিরল এ
ভাষণটি দেন প্রেসিডেন্ট ওবামা।
হামলাকারী সৈয়দ রিজওয়ান ফারুক ও তাশফিন মালিক
পরে পুলিশের হাতে নিহত হয়। পরে জানা যায়,
তাশফিন মালিক তার ফেসবুক পাতায় আইএস জঙ্গি
সংগঠনের প্রতি আনুগত্য প্রদর্শন করার কথা
লিখেছিল। তবে ওবামা নিজের ভাষণে
বলেন, হামলাটির পেছনে কোনও
বিদেশী শক্তি বা গোষ্ঠীর হাত থাকার
কোনো প্রমাণ পাওয়া যায়নি।