পাকিস্তান গতকাল শুক্রবার
শাহিন-৩ নামে ভূমি থেকে
ভূমিতে নিক্ষেপযোগ্য একটি
ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের
সফল পরীক্ষা চালিয়েছে। এর
পাল্লা ২,৭৫০ কিলোমিটার।
অর্থাৎ ক্ষেপণাস্ত্রটি
পারমাণবিক ও প্রচলিত যুদ্ধাস্ত্র
নিয়ে ২ হাজার ৭৫০
কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে
আঘাত হানতে সক্ষম।
পাকিস্তানের আন্তঃবাহিনী
জনসংযোগ পরিদপ্তর
আইএসপিআর এক বিবৃতিতে এ
কথা জানায়।
উল্লেখ্য, পাকিস্তান ২০১৪
সালেই শাহিন ক্ষেপণাস্ত্র
ব্যবস্থার প্রথম দুটি সংস্করণের
সফল পরীক্ষা চালিয়েছে। এর
মধ্যে শাহিন-১ এর পাল্লা ৯০০
কিলোমিটার ও শাহিন-২'র
পাল্লা ১ হাজার পাঁচশ
কিলোমিটার। দুটি-ই
পারমাণবিক ও প্রচলিত যুদ্ধাস্ত্র
বহন করতে সক্ষম।
শাহিন-৩ নামে ভূমি থেকে
ভূমিতে নিক্ষেপযোগ্য একটি
ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের
সফল পরীক্ষা চালিয়েছে। এর
পাল্লা ২,৭৫০ কিলোমিটার।
অর্থাৎ ক্ষেপণাস্ত্রটি
পারমাণবিক ও প্রচলিত যুদ্ধাস্ত্র
নিয়ে ২ হাজার ৭৫০
কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে
আঘাত হানতে সক্ষম।
পাকিস্তানের আন্তঃবাহিনী
জনসংযোগ পরিদপ্তর
আইএসপিআর এক বিবৃতিতে এ
কথা জানায়।
উল্লেখ্য, পাকিস্তান ২০১৪
সালেই শাহিন ক্ষেপণাস্ত্র
ব্যবস্থার প্রথম দুটি সংস্করণের
সফল পরীক্ষা চালিয়েছে। এর
মধ্যে শাহিন-১ এর পাল্লা ৯০০
কিলোমিটার ও শাহিন-২'র
পাল্লা ১ হাজার পাঁচশ
কিলোমিটার। দুটি-ই
পারমাণবিক ও প্রচলিত যুদ্ধাস্ত্র
বহন করতে সক্ষম।