এমন একখানি সিডি, যাতে কলঙ্কের
যাবতীয় খতিয়ান স্পষ্ট হয়ে যাবে।
কিন্তু কোথায় সেটা? সেই খোঁজেই হন্য
হয়ে ঘুরছে পুলিশ।
সিডি-র খোঁজে একই দিনে
সেলভামপুরমের দুটি জায়গায় হানা
দিয়েও হতাশ হতে হয়েছে তদন্তকারী
দলকে। প্রথমে চন্দ্রন নামে একজন স্বর্ণ
ব্যবসায়ীর ঘরে হানা দেয় পুলিশ।
তাদের সঙ্গে সোলার কমিশনের
সদস্যরাও ছিলেন। এমনকী যাঁর
নির্দেশে এই কমিশন গঠিত হয়েছে, সেই
জাস্টিস শিবরাজনও তদন্তকারী দলের
সঙ্গে অকুস্তলে উপস্থিত ছিলেন। আরও
একটি দল ওই একই সময়ে হানা
দিয়েছিল চন্দ্রনের স্ত্রী সেলভি-র
বাড়িতে। তিনি উপস্থিত ছিলেন না
সে সময়।
কী এমন আছে সিডিতে?
কেরলের একটি বড় সোলার প্রোডেক্ট
নিয়ে মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী-সহ
রাজ্যের আরও ৫ জন প্রভাবশালী
রাজনৈতিক নেতার বিরুদ্ধে তথ্যপ্রমাণ
রয়েছে ওই সিডিতে। সেখানে নাকি
ঘুষ নেওয়ার ছবি পর্যন্ত রয়েছে। এই
মামলায় এর আগে বিজু রাধাকৃষ্ণান
নামে এক ব্যক্তি দাবি করেন, এই
প্রজোক্টের জন্য তিনি মুখ্যমন্ত্রী
চণ্ডী-কে সাড়ে পাঁচ কোটি টাকা ঘুষ
দিয়েছেন। বিজু আরও দাবি করেন, ১০
ঘণ্টা সময় পেলে সেই সিডি তিনি
আদালতের জিম্মায় এনে দিতে
পারেন। ওই সিডি-তে মুখ্যমন্ত্রীকে
সরিতা নায়ার নামে অন্য অভিযুক্তের
সঙ্গে আপত্তিকর অবস্থায়ও দেখা
গিয়েছে বলে দাবি বিজু-র। তবে সবই
নির্ভর করছে সেই প্রমাণের ওপর।
যাবতীয় খতিয়ান স্পষ্ট হয়ে যাবে।
কিন্তু কোথায় সেটা? সেই খোঁজেই হন্য
হয়ে ঘুরছে পুলিশ।
সিডি-র খোঁজে একই দিনে
সেলভামপুরমের দুটি জায়গায় হানা
দিয়েও হতাশ হতে হয়েছে তদন্তকারী
দলকে। প্রথমে চন্দ্রন নামে একজন স্বর্ণ
ব্যবসায়ীর ঘরে হানা দেয় পুলিশ।
তাদের সঙ্গে সোলার কমিশনের
সদস্যরাও ছিলেন। এমনকী যাঁর
নির্দেশে এই কমিশন গঠিত হয়েছে, সেই
জাস্টিস শিবরাজনও তদন্তকারী দলের
সঙ্গে অকুস্তলে উপস্থিত ছিলেন। আরও
একটি দল ওই একই সময়ে হানা
দিয়েছিল চন্দ্রনের স্ত্রী সেলভি-র
বাড়িতে। তিনি উপস্থিত ছিলেন না
সে সময়।
কী এমন আছে সিডিতে?
কেরলের একটি বড় সোলার প্রোডেক্ট
নিয়ে মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী-সহ
রাজ্যের আরও ৫ জন প্রভাবশালী
রাজনৈতিক নেতার বিরুদ্ধে তথ্যপ্রমাণ
রয়েছে ওই সিডিতে। সেখানে নাকি
ঘুষ নেওয়ার ছবি পর্যন্ত রয়েছে। এই
মামলায় এর আগে বিজু রাধাকৃষ্ণান
নামে এক ব্যক্তি দাবি করেন, এই
প্রজোক্টের জন্য তিনি মুখ্যমন্ত্রী
চণ্ডী-কে সাড়ে পাঁচ কোটি টাকা ঘুষ
দিয়েছেন। বিজু আরও দাবি করেন, ১০
ঘণ্টা সময় পেলে সেই সিডি তিনি
আদালতের জিম্মায় এনে দিতে
পারেন। ওই সিডি-তে মুখ্যমন্ত্রীকে
সরিতা নায়ার নামে অন্য অভিযুক্তের
সঙ্গে আপত্তিকর অবস্থায়ও দেখা
গিয়েছে বলে দাবি বিজু-র। তবে সবই
নির্ভর করছে সেই প্রমাণের ওপর।