আন্তর্জাতিক

সোমালিয়ায় বন্যায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত, ৩ জনের মৃত্যু

সোমালিয়ার মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নদীর তীর উপচে পরায় শাবেলের রাস্তাগুলো পানিতে ডুবে গেছে। বন্যায় তিনজনের প্রাণহানি হয়েছে। বেলেডওয়েন শহরের হিরান এলাকার বাসিন্দারা তাদের বাড়িঘর খালি করতে বাধ্য হয়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে পানির স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় বাসিন্দারা তাদের জিনিসপত্র বহন করে এবং বন্যাকবলিত রাস্তা দিয়ে আশ্রয় নিতে ছুটে যান। হিরণ অঞ্চলের সামাজিক বিষয়ক ডেপুটি গভর্নর আলী ওসমান হুসেন বলেন, 'শাবেল নদীতে আকস্মিক বন্যার কারণে বেলেডওয়েন শহরের প্রায় দুই লাখ মানুষ এখন বাস্তুচ্যুত হয়েছে। এটি একটি প্রাথমিক পরিসংখ্যান যা যে কোনো সময় বাড়তে পারে। শুক্রবার (১২ মে) ওই অঞ্চলের ডেপুটি গভর্নর হাসান ইব্রাহিম আবদুলে জানান, বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ও রেকর্ড খরা লক্ষ লক্ষ সোমালিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। বিপর্যস্ত দেশটি কয়েক দশক ধরে ইসলামপন্থী বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে। এলএবাংলাটাইমস/এজেড