আন্তর্জাতিক

বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুককে স্বাগত জানালো অস্ট্রেলিয়া

বাংলাদেশ সরকারের ঘোষিত ইন্দো-প্যাসিফিক আউটলুককে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া। চার প্রভাবশালী দেশের ফোরাম কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য অস্ট্রেলিয়া মনে করে ইন্দো-প্যাসিফিক কৌশলের (আইপিএস) প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশগুলো নিজস্ব অবস্থান স্পষ্ট করলে লক্ষ্য অর্জন সহজ হবে। একটি নিরাপদ ও বাণিজ্যবান্ধব ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলা হলো আমাদের মূল লক্ষ্য। অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটস গতকাল রোববার (১৪ মে) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার এ সময় উপস্থিত ছিলেন। টিম ওয়াটস বলেন, আইপিএস নিয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি খুবই ভালো এবং ভারসাম্যমূলক। আমরা চাই ভারত মহাসাগরীয় তথা ইন্দো-প্যাসিফিক হোক একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্মুক্ত চলাচলের অঞ্চল। কোনো দেশ এখানে কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে না। কিংবা কোনো দেশ আরেক দেশ দ্বারা নিয়ন্ত্রিত হবে না। অস্ট্রেলিয়ার এই মন্ত্রী গত ১২-১৩ মে ঢাকায় অনুষ্ঠিত ষষ্ঠ ইন্ডিয়ান ওশান সম্মেলনে তার দেশের প্রতিনিধিত্ব করেন। তিনি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার আশাবাদ ব্যক্ত করেন। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ এখন ৩৬০ কোটি ডলার। আমরা টিফা নিয়ে আলোচনা করেছি। কৃষি, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং জ্বালানি খাতে আমাদের সহযোগিতা সম্প্রসারণের আরও সুযোগ রয়েছে। এলএবাংলাটাইমস/এজেড