আন্তর্জাতিক

জাপানে বন্দুক হামলা-ছুরিকাঘাতে নিহত ৪

মধ্য জাপানের নাকানো শহরে বন্দুক হামলা ও ছুরিকাঘাতে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মাশানোরি আয়োকি নামে ৩১ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর- বিবিসি জাপানি সংবাদমাধ্যম কিডোর প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির কাছে একটি ছুরি ছিল। প্রথমে ছুরি হামলায় তিনি এক নারীকে আহত করেন। এ অভিযোগের ভিত্তিতে পুলিশের দুই পরিদর্শক ঘটনাস্থলে যান। এ সময় মাশানোরি আয়োকি তাদের ওপর গুলি চালায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তার হাতে একটি হান্টিং রাইফেল ছিল। হামলাকারী একটি ভবনের ভেতরে ১২ ঘণ্টা লুকিয়ে ছিলেন। তিনি একটি ক্যাপ, সানগ্লাস এবং একটি মাস্ক পরা অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিরাপত্তা বিবেচনায় এলাকার লোকজনকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। জাপানে বন্দুক সহিংসতার হার বিশ্বের সবচেয়ে কম। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে প্রতি এক লাখে চারটির বেশি আগ্নেয়াস্ত্র হত্যার ঘটনা ঘটেছে, যেখানে জাপানে তা শূন্যের কাছাকাছি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস