আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্প আইএসের নিয়োগকর্তা : হিলারি

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির
প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী

ডোনাল্ড ট্রাম্পকে জঙ্গি সংগঠন ইসলামিক

স্টেটের (আইএস) নিয়োগকর্তা

হিসেবে আখ্যা দিয়েছেন

ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট

পদপ্রার্থী হিলারি ক্লিনটন। স্থানীয় সময়

শনিবার ডেমোক্র্যাটদের আরেক

প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী বার্নি

স্যান্ডার্সের সঙ্গে এক নির্বাচনী

বিতর্কের সময় এ কথা বলেন হিলারি।

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী

বলেন, 'তিনি (ট্রাম্প) আইসিসের সবচেয়ে

বড় নিয়োগকারী। তারা (আইএস)

লোকজনকে দেখিয়ে দিচ্ছে,

ডোনাল্ড ট্রাম্প ইসলাম ও মুসলমানদের

অপমান করছে। আর এভাবে তারা নতুন করে

কট্টরপন্থী জিহাদিদের নিয়োগ দিতে

পারছে।' আলজাজিরার খবরে বলা হয়, শনিবার

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে বিতর্কে

বিভিন্ন বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের

অবস্থানের তীব্র সমালোচনা করেন

হিলারি। ওই বিতর্কের সঞ্চালক ছিলেন

মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন

ও'ম্যালি। বিতর্কের প্রায় পুরো অংশজুড়েই

নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া

যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ আইন

নিয়েও বিতর্ক হয়। বিতর্কের একপর্যায়ে

সিরিয়া বিষয়ে হিলারির নীতির সমালোচনা

করেন বার্নি স্যান্ডার্স। সম্প্রতি এক

বক্তব্যে যুক্তরাষ্ট্রে মুসলমানদের

প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান ডোনাল্ড

ট্রাম্প। এর পর থেকে

ডেমোক্র্যাটদলীয় নেতাকর্মীসহ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল ট্রাম্পের

তীব্র সমালোচনা করে। বিশ্বজুড়েও

ব্যাপক নিন্দিত হন যুক্তরাষ্ট্রের এ

ধনকুবের।