দু’দিনের রাষ্ট্রীয় সফরে মিসর গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘অর্ডার অব নীল’ পেয়েছেন মোদি। রোববার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি মোদির গলায় খেতাব পরিয়ে দেন। খবর এনডিটিভির।
এর আগে দিনের শুরুতে মিসরের এগারো শতকের আল-হাকিম মসজিদ এবং কায়রো হেলিওপোলিস কমনওয়েলথ যুদ্ধ সমাধি ও স্মৃতিস্তম্ভ দেখতে যান মোদি। এ ছাড়া তিনি প্রেসিডেন্ট সিসির সঙ্গে বৈঠকও করেন।বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করা নিয়ে কথা হয় দুই নেতার।
বাণিজ্য, বিনিয়োগের পাশাপাশি কী করে দুই দেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক আরও গভীর ও মসৃণ করা যায়, বৈঠকে তা নিয়েও আলোচনা করেন দুই নেতা। সুয়েজ খালের তীরবর্তী অংশে ভারতের জন্য এসইজেড বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল চায় নয়াদিল্লি। কায়রো তা দিতে রাজি। মিসরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর দুই নেতা এ নিয়ে সমঝোতা স্মারকে সই করেন। গত ২৬ বছরের মধ্যে মোদিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি দ্বিপক্ষীয় সফরে মিসর গেছেন। আগামী সেপ্টেম্বরে জি২০ সম্মেলনে যোগ দিতে ভারত যাবেন সিসি। এবারের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন মোদি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস