আন্তর্জাতিক

ট্রাম্পের সমাবেশ থেকে তাড়িয়ে দেয়া হলো মুসলিম নারীকে

এবার ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশ
থেকে এক মুসলিম নারীকে তাড়িয়ে দেয়া
হয়েছে। শুক্রবার রাতে সাউথ ক্যারোলাইনার
রোড হিলে সমাবেশ করেন মার্কিন প্রেসিডেন্ট
নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী
ট্রাম্প। আর ওই সমাবেশেই উপস্থিত হয়েছিলেন
রোজ হামিদ নামে মুসলিম নারী।
টেলিভিশন চিত্রে দেখা যায়, হিজাব পরিহিত রোজ
একটি গেঞ্জি পড়ে বসেছিলেন সমাবেশে,
তাতে ইংরেজিতে লেখা ছিল- 'SALAM I come in
peace' অর্থাৎ সালাম, আমি শান্তির জন্য এসেছি।
এসময় তার পাশে থাকা ব্যক্তিরা রোজকে বিদ্রূপ
করতে থাকে। রোজও পাল্টা জবাব দিচ্ছিলেন।
ফলে সমাবেশে চিৎকার-চেঁচামেচি শুরু হওয়ায়
ছুটে আসেন নিরাপত্তা রক্ষীরা। পরে তারা
সমাবেশ থেকে এই মুসলিম নারীকে বের করে
দেন।
আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে রোজ বলেন,
এটা সত্যি দুঃখজনক যে আমাকে নীরবেও প্রতিবাদ
জানাতে দেয়া হল না। তারা এমনও বলেছে যে,
আমার কাছে না কি বোমা রয়েছে।
রোজকে বের করে দেয়ার পর ট্রাম্প বলেন,
আমাদের বিরুদ্ধে কুৎসা রটানো এবং আমাদের
বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
আর এভাবেই ওরা (মুসলিম) আমাদের পরিবেশ নষ্ট
করছে।
ট্রাম্পের সমালোচনা করে রোজ বলেন,
যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্রে
ট্রাম্পের এ সব কথাবার্তা দায়ী।
প্রসঙ্গত, ইতিমধ্যে ইসলাম ও অভিবাসীবিরোধী
বক্তব্যের জন্য ট্রাম্প সারা বিশ্বে সমালোচিত
হয়েছেন। যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ
নিষিদ্ধের দাবিও জানিয়েছিলেন ট্রাম্প।