আন্তর্জাতিক

চীন ফের কার্যত হুমকি দিয়েছে তাইওয়ানকে

তাইওয়ান নিয়ে ফের কার্যত হুমকি দিয়েছে চীন। জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং। বক্তৃতায় তিনি বলেছেন, তাইওয়ান নিয়ে চীনের ভাবাবেগকে ছোট করে দেখলে ভুল হবে। চীন এখনো তাইওয়ানকে নিজের দেশের সঙ্গে জুড়ে নিতে চায়। হান জেং জানান, বলপ্রয়োগ করে নয়, বেইজিং চায় শান্তিপূর্ণ প্রক্রিয়ায় তাইওয়ানকে মূল দেশের সঙ্গে যুক্ত করতে। সেই আলোচনা চলছে। তার কথায়, চীনের সার্বভৌমত্ব, অখণ্ডতা নিয়ে দেশের মানুষের ভাবাবেগ সাংঘাতিক। তা নিয়ে প্রশ্ন তুললে ভুল হবে। এদিকে জাতিসংঘের কাজে গতি আনার জন্য তার সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, জাতিসংঘের সংস্কার প্রয়োজন। ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের ভবিষ্যৎ সংস্কার নিয়ে একটি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। বেয়ারবক আরও বলেন, এবিষয়ে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের সঙ্গে কথা হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরে এবিষয়ে আলোচনায় তিনি সম্মত হয়েছেন। এলএবাংলাটাইমস/আইটিএলএস