ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার ভাষণে মুসলিম দেশের সরকারগুলোকে যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশের পদাঙ্ক অনুসরণ করে ‘মাতৃভূমির রক্ষকদের’ সন্ত্রাসী আখ্যায়িত না করার পরামর্শ দেন।
সতর্ক করে খামেনি বলেন, মুসলিম সরকার ও রাজনৈতিক মুখপাত্রদের সতর্ক থাকতে হবে যাতে পশ্চিমা সরকারগুলো যা বলে তার পুনরাবৃত্তি না হয়। তারা জানে যে ফিলিস্তিন অবশ্যই এই যুদ্ধে এবং পরবর্তী যুদ্ধে জয়ী হবে।
তিনি বলেন, যে ব্যক্তি শত্রুর বিরুদ্ধে তার বাড়ি এবং দেশকে রক্ষা করে সে কি সন্ত্রাসী? সন্ত্রাসী সেই ভুয়া ও নিষ্ঠুর সরকার, যারা তার বাড়ি দখল করেছে।
ইরানের সর্বোচ্চ নেতা উল্লেখ করেন, অপারেশন আল-আকসা ঝড়টি নজিরবিহীন ছিল এবং ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আঘাতটি ‘অপূরণীয়’। এলএবাংলাটাইমস/আইটিএলএস
ইরানের সর্বোচ্চ নেতা উল্লেখ করেন, অপারেশন আল-আকসা ঝড়টি নজিরবিহীন ছিল এবং ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আঘাতটি ‘অপূরণীয়’। এলএবাংলাটাইমস/আইটিএলএস