২০২৪ সালের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের সাধারণ নির্বাচন। সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে জিও টিভি। পাকিস্তানের নির্বাচন কমিশনই এই তারিখ নির্ধারণ করেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। আগামী দুই দিনের মধ্যেই তারা সুপ্রিম কোর্টকে এ বিষয়ে অবহিত করবে।
এর আগে সুপ্রিম কোর্ট থেকে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে নির্বাচন কমিশনকে চাপ দেয়া হয়। পাকিস্তানের সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হয়। সে হিসেবে আগামী ৩রা নভেম্বরের আগেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু গত সপ্তাহে পাক সুপ্রিম কোর্ট এক পর্যবেক্ষণে জানায় যে, ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব নয়। এরপরই দ্রুত সময়ের মধ্যে একটি তারিখ নির্ধারণে নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়তে থাকে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এর আগে সুপ্রিম কোর্ট থেকে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে নির্বাচন কমিশনকে চাপ দেয়া হয়। পাকিস্তানের সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হয়। সে হিসেবে আগামী ৩রা নভেম্বরের আগেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু গত সপ্তাহে পাক সুপ্রিম কোর্ট এক পর্যবেক্ষণে জানায় যে, ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব নয়। এরপরই দ্রুত সময়ের মধ্যে একটি তারিখ নির্ধারণে নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়তে থাকে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস