আন্তর্জাতিক

ইসরায়েলি অভিযানের বিষয়ে ফোনালাপ

গাজায় চলমান ইসরায়েলি অভিযানের বিষয়ে ফোনালাপ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দুই নেতা সংঘাতের সবশেষ অবস্থা সম্পর্কে আলোচনা করেছেন বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রীয় গণমাধ্যম। সেই সাথে দ্বিপাক্ষিক নানা বিষয়েও তাদের আলোচনা হয়েছে। গাজার বর্তমান পরিস্থিতি নিয়েই তাদের সকালের ফোনালাপে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে কাতারের আমিরের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে।

বর্তমানে গাজায় আকাশ থেকে বোমা ছোড়ার পাশাপাশি স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস