নতুন করে ইসরাইলের তিনটি শহরে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনী স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এমন তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
সংগঠনটির আল কুদস বিগ্রেড জানিয়েছে, তারা ইসরাইলের গুশ দান, সেদরত ও মেফালসিম শহরে হামলা চালিয়েছে। এসব শহরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানাতে পারেনি সংগঠনটি।
হামাসের সামরিক শাখা কাসেম বিগ্রেড জানিয়েছে, তারা বেত লাহিয়ার উত্তর পূর্ব অঞ্চলে হামলা চালিয়েছে। এ সময় তারা একটি ট্যাংকও ধ্বংস করেছে। সামরিক এ শাখাটি এর আগে গাজার দক্ষিণ পূর্বাঞ্চলে দুটি ট্যাংক এবং উত্তরে আরেকটি ট্যাংক ও সেনাদের যান ধ্বংস করেছিল।
ফিলিস্তিনের পক্ষ থেকে হামলার দাবি করা এ বিষয়ে ইসরাইলের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।
এর আগে মঙ্গলবার ইসরাইলে একাধিক হামলা চালায় লেবানন। ইসরাইলী সেনাবাহিনী জানায়, সীমান্তে তাদের ওপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলা চালিয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, লেবাননের সীমান্ত থেকে ছোড়া ২০টি রকেটলঞ্চার শনাক্ত করেছে তারা। একই সাথে ইসরাইলি বাহিনি লেবাননের হামলার জবাব দিয়েছে বলেও জানান তিনি।
এর আগে একই দিন ইসরায়েলের সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে হামলা চালায় লেবানন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানায়।
আইডিএফ জানায়, লেবানন সীমান্তের সাতুলা এলাকায় সশস্ত্র গোষ্ঠী সেনাবাহিনীর ট্যাংকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। এ সময় তারা সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস