ভারতের কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বাংলাদেশি মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ডাল লেকে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি হাউজবোট পুড়ে যাওয়ার পর উদ্ধারকারীরা বাংলাদেশিদের তিনটি মরদেহ খুঁজে পায়।
পুলিশ জানিয়েছে, শনিবার খুব ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বাংলাদেশ থেকে ঘুরতে যাওয়া ওই তিন পর্যটক রাতে সাফিনা নামের একটি হাউজবোটে অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডে হাউজবোটটি পুরোপুরি পুড়ে গেছে। এখনো নিহতদের কোনো পরিচয় জানা যায়নি।
ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ। সেখান থেকে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে অন্তত পাঁচটি হাউজবোট পুরোপুরি পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরো বেশ কয়েকটি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস